ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিএডিসির সাবেক চেয়ারম্যান এ. এম. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ. এম. আনিসুজ্জামান স্বাধীনতার পর দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষিখাতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম আনিসুজ্জামান বার্ধক্যজনিত কারণে ২৯ নভেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।