All Menu

ট্রাক চাপায় স্কুল শিক্ষকসহ ২জন নিহত

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারানো বালু-বোঝাই ট্রাক-চাপায় স্কুল শিক্ষকসহ ২জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের মেয়ে ধনতি গৌড় (৬০) ও নওপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৬২)। আবদুস সাত্তার পস্তারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, সকালের দিকে বালু-বোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধনতি গৌড়ের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শিক্ষক আব্দুস সাত্তার। পরে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top