ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে জেলার বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, নিহত মাজেদার বাড়ি বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের বেংহারি বালাভীড় গ্রামের মৃত নবির উদ্দিনের স্ত্রী। মাজেদা বেওয়া পেশায় একজন ভিক্ষুক ছিলেন। স্থানীয়রা জানায়, নিহত মাজেদা ভিক্ষার কাজে বাড়ি থেকে সকালে বের হয়। একসময় চন্দনবাড়ি বাজারে রাস্তা দিয়ে হাটছিলেন তিনি। এসময় বোদা থেকে সাকোয়া গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় বৃদ্ধা মাজেদা রাস্তার উপর ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা মুনতাসিম অবস্থায় তার মৃত্যু হওয়ার বিষয়টি জানান। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ঘটনার পর মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।