ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।
বুধবার (২২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমানুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পঞ্চগড় কার্যালয়ের উপপরিচালক আবু তাহের মোঃ সানাউল্লাহ নুরী, চিকিৎসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩’ পালনকে সামনে রেখে সমাজে ঘটে যাওয়া বাল্যবিয়েসহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।