ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূরাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া(৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলী (৬০)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে তারাকাকান্দা উপজেলার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুলপুর-গামী একটি মোটরসাইকেল তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন মধুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দু’জন মারা যান। মোঃ আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দুর্ঘটনার পর থানা পুলিশের সহায়তায় নিহতদের লাশ উদ্ধারের পাশাপাশি সিএনজি ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।