আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার তেলকুপি সীমান্ত এলাকায় একটি বিদেশী পিস্তল ও গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক চোরাকারবারির নাম মাহাবুব আলী (৩৫)। সে শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি ভোলামারী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি জব্দ করে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়ন। এ বিষয়ে বুধবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল তেলকুপি সীমান্তে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ জব্দ করা হয়। বিজিবি অধিনায়ক আরও জানান, গত ১১ সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ ১৩টি দেশী-বিদেশী পিস্তল, ৮০ রাউন্ড গুলি এবং ১৯টি ম্যাগাজিন আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।