All Menu

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২জন। সোমবার (১৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ হলেও প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে কাশিগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। তবে, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক-চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top