All Menu

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিস শাল চাদর জব্দ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনা-মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস শাল চাদর জব্দ করেছে ৫৯ বিজিবি। প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানায়, মঙ্গলবার (৭নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) আনুমানিক রাত ১২টায় সোনা মসজিদ বিওপির নায়েক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ফিরোজপুর গ্রামের ভেহিক্যাল ট্রাক তল্লাশি করে, সময়র ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়, বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকাল দশটার সময় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা চায়না-ক্লে পাউডারের নিচে ২৭০ পিস ভারতীয় শাড়ি, ৯১০ থ্রি পিস এবং ১৭০০ পিস শাল চাদর জব্দ করা হয়। আমদানি-কারক মুকুল ট্রেজার্স এর প্রোপ্রাইটর রফিকুল ইসলাম। জব্দ-কৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এসময় উপস্থিত ছিলেন, সোনা-মসজিদ কাস্টমস এর রেভিনিউ অফিসার ইউনুস আলী, সহকারী রেভিনিউ অফিসার কাস্টমস নাসির উদ্দীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top