All Menu

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে লাবিব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে কয়েকজন শিশুর সাথে খেলা করছিলো লাবিব। সকলের অজান্তে পড়ে যায় যায় পুকুরের পানিতে। এ সময় এক শিশু বাড়িতে গিয়ে লাবিব পানিতে পড়ে যাওয়ার খবর দিলে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top