ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এক সময় ছিলো মাত্র ১০শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। সেখানে সেবা নিতে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতেন হাজার হাজার রোগী। কিন্তু এখন পাল্টে গেছে সেই চিত্র। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর করা হয়েছে নতুন অত্যাধুনিক হাসপাতাল ভবন। দেয়া হচ্ছে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা। নবনির্মিত হাসপাতালে সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। রাত দিন ২৪ ঘণ্টাই সেবা দেওয়ার চেষ্টা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য সেবার এমন অভূতপূর্ব পরিবর্তনের চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার। সরেজমিন গিয়ে জানা যায়, বেগমগঞ্জ উপজেলা একটি জনবহুল এলাকা। বিপুল সংখ্যক এই মানুষের জন্য এক সময় ছিলো মাত্র ১০শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স। তাও ছিলো জরাজীর্ণ। গাদাগাদি করে অফিস করতে ও রোগী দেখতো ডাক্তাররা। এতে ব্যাহত হতো স্বাস্থ্যসেবা। ১০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য-কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য এলাকাবাসীর দাবী ছিলো দীর্ঘ দিনের। বিগত সময়ের কোন সরকারই স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নয়নে নজর দেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১০শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০শয্যায় উন্নতির উদ্যোগ নেয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ হওয়ায় বেগমগঞ্জ উপজেলা পাশাপাশি পার্শ্ববর্তী সোনাইমুড়ী, সেনবাগ, চাটখিল, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় শত শত মানুষ প্রতিদিন চিকিৎসা নেয়ার জন্য এই হাসপাতালে ভিড় করেন। ডাক্তার, নার্সদের আন্তরিক সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালটি নির্মাণ করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা। আগত গাইনি রোগীসহ সব ধরনের রোগীদের আন্তরিক সেবা দেয়ার ও চিকিৎসা পরবর্তী মনিটরিং-এর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাশ জানান,
বৈকালিক স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের দোর গোঁড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছি আমরা। তিনি আরও জানান, বিগত ২০১৮ সালে সরকার বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নয়নের উদ্যোগ নেয়। যার মাধ্যমে এ অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় নব দিগন্ত সূচিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।