আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠন করতে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা সভা ও মাদক বিরোধী কমিটি গঠন করেছে গ্রামবাসী। শনিবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালপাড়া ফুনকির মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মহারাজপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের ৪ জন মাদক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে মহারাজপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের গোয়ালটুলি, নিচুধূমি, চৌধুরীটোলা ও লালাপাড়া গ্রামে মাদক ব্যবসা ব্যাপকহারে বেড়েছে৷ ইউনিয়ন পরিষদ ও থানাকে বিষয়টি অবহিত করলেও কোন সুরাহা মেলেনি। সাম্প্রতিক সময়ে এসব এলাকায় বহিরাগত মাদক সেবীদের আনাগোনায় অতিষ্ঠ এলাকাবাসী। এমনকি মাদকের কারণে গ্রামে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়েছে। সভা থেকে মাদক-বিরোধী ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ঘোষণা করা হয়। সভায় মাদক ব্যবসায়ী মহারাজপুর ইউনিয়নের লালপাড়া ফুনকির মোড় এলাকার আফজালের ছেলে হেরোইন ব্যবসায়ী টুটুল ও তার স্ত্রী এমালী বেগম, চৌধুরী টোলার নুরু মন্ডলের ছেলে বাংলা মদ ব্যবসায়ী শাহিন ও একই গ্রামের নিহত শরিফের স্ত্রী ফেনসিডিল গাঁজা ব্যবসায়ী মোসা. পারুল নাম প্রকাশ করা হয়। এসময় মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়ে এসব কাজ বন্ধ করার দাবি জানান বক্তারা। সমাজসেবক রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, চৌধুরীটোলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আজহার আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের, গ্রাম্য চিকিৎসক ডা. রফিকুল আলম, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ইসরায়িল হক, মহবুল ইসলামসহ অন্যান্যরা। সভায় ৪ গ্রামের তিন শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এমন সামাজিক আন্দোলনে পুলিশের অংশগ্রহণ থাকলে তা আরও ফলপ্রসূ হতো। আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরালো করব এবং মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় সবকিছু করব। এর জন্য প্রয়োজন জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।