ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাব স্টেশন অফিসে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। শনিবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, বিকাল তিন টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে। সাথে সাথে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যুৎ অফিসের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অফিসের যন্ত্রাংশ পুড়ে পাওয়ায় চৌমুহনী শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। পিডিবি চৌমুহনী অফিসের নির্বাহী প্রকৌশলী শাহাদাত ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমরা লাইনগুলো দ্রুত চালু করার চেষ্টা করছি। অগ্নিকাণ্ডে স্টেশনের প্রায় ১৬-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।