All Menu

ঝিনাইদহে ৪ দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে ৪ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প চিকিৎসাসেবা শুরু হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে পৌরসভা-স্থলে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে আসা দুস্থ বঞ্চিত,অসহায়-হত-দরিদ্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় । ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আগামী ৪ দিন ধরে এ কর্মসূচি চলমান থাকবে। আজ পৌর ওয়ার্ড ১ ও ২ এর পৌরসভা-স্থল ও খান এ খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে বিকেল ৫টি পর্যন্ত চিকিৎসা সেবা চলমান থাকবে। সেখানে রোগীদের স্বাস্থ্যসেবাসহ বিশেষায়িত চিকিৎসাসেবা ও চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদেরকে প্রয়োজনীয় সব ওষুধ বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ক্যাম্পে সেবা-দানকারী চিকিৎসকদের মধ্যে দেশের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ,বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ছাড়াও চিকিৎসাসেবা এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, সার্জারি, নিউরো-সার্জারি, নিউরোলজি, চর্ম, নাক-কান-গলা, হৃদরোগ, অর্থোপেডিকস, গাইনি, শিশু-সহ ভিন্ন ভিন্ন বিভাগে রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হবে। ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ফারজানা, শিশু হাসপাতাল কর্মকর্তা ডা. রেজা জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিবেশ বিদ মাসুদ আহমেদ সন্জু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম মধু,মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জুসহ আরও অনেক রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর যেন এই মহতী কার্যক্রম চালু থাকে এবং পুরো পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রত্যন্ত এলাকাতে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান।এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top