All Menu

শিবগঞ্জে পরিত্যক্ত ২টি বন্দুক জব্দ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে দুটি একনলা বন্দুক জব্দ করা হয়েছে। দুপুর সোয়া দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব দিকের মাটি খুঁড়তে গিয়ে এসব বন্দুক জব্দ করা হয়। সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের সীমানা প্রাচীর হেলে পড়ায় নতুনভাবে সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন চার থেকে পাঁচজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুটি একনলা বন্দুক। তাৎক্ষণিক শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান শিবগঞ্জ থানা পুলিশে বিষয়টি অবহিত করলে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক জব্দ করে থানায় নিয়ে যায়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে দুপুরে আড়াইটার দিকে হাসপাতাল থেকে দুটি একনলা বন্দুক জব্দ করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের এসব বন্দুক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top