ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নেত্রকোণা ৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। মন্ত্রী মঙ্গলবার এক শোকবার্তায় রেবেকা মমিন-এর বর্ণাঢ্য রাজনীতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ষাটের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু করেন রেবেকা মমিন। বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে থেকে দেশ ও মানুষের সেবায় নিবেদিত ছিলেন তিনি।
মন্ত্রী বলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য মোহনগঞ্জের কাজিয়াহাটি মৌজায় পারিবারিক সম্পত্তি থেকে ১ একর ৬৪ শতক জমি দান করেন। রেবেকা মমিন মোহনগঞ্জে ডিগ্রী কলেজ, উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য শত শত কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন। মন্ত্রী বলেন, রেবেকা মমিনের মৃত্যুতে দেশ একজন মহান রাজনীতিককে হারালো, নেত্রকোণাবাসি হারালো সুমহান এক নেতৃত্ব, ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবার হারিয়েছি একজন অতি আপনজন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।