All Menu

পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় সদরে পুকুরের পানিতে ডুবে মুয়াজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (০৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে আছরের আযানের পর থেকে সে নিখোঁজ ছিল। নিহত শিশু মুয়াজ মুহুরিজোত গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। নিহত শিশুর মামা পাপ্পু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির বাইরে খেলা করছিল শিশু মুয়াজ। আছর থেকে সন্ধ্যা হওয়ার পরেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top