All Menu

পদ্মা নদীতে নৌকাডুবিতে ১জনের মৃত্যু

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ছয়রশিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৩জন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে নৌকার যাত্রী আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের এনামুল হকের (৬৩) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ আছেন, একই গ্রামের নেজাম উদ্দিন(৫৭), আব্দুর রহমান (৬২) ও চরদেবীনগর গ্রামের পাখি (১৪)। ডুবে যাওয়ার নৌকায় ৬-৭ জন যাত্রী ছিলেন বলে ধারনা স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী জানান, একটি ছোট ডিঙ্গি নৌকাতে করে ৬-৭ জন দেবীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল স্রোতে ছোট নৌকাটি ডুবে যায়, দুইজন সাতার কেটে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা এনামুল হক নামে একজনের মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, রাজশাহী থেকে তাদের ডুবুরি দল এসো উদ্ধার কার্যক্রম শুরু করবে। নিহত এনামুল হকের পরিবার ও নিখোঁজ থাকা তিনজনের পরিবারের কাছে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top