All Menu

নোয়াখালীতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গ্রামীণ নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করেছে একটিভ ফাউন্ডেশন। বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একটিভ গ্রুপের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। একটিভ নারী কল্যাণ ফোরামের সভানেত্রী শামিমা আক্তার মেরির সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, ফাউন্ডেশনের চীফ কোর্ডিনেটর ফারুক ছিদ্দিকী ফরহাদ, কোর্ডিনেটর মিজানুর রহমান বাবরসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top