ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমিলা খাতুন (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জমিলা একই এলাকার কসিম উদ্দীনের স্ত্রী।
রবিবার (২৫ জুন) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের কৃষ্ণকান্তজোত গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারসাম্যহীন ওই নারী গত শনিবার (২৪ জুন) সকাল থেকে নিখোঁজ ছিলেন। এদিকে স্থানীয়রা কৃষ্ণকান্তজোত গ্রামে আমজাদ নামে এক ব্যক্তির পুকুরে মৃত অবস্থায় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানি থেকে ভারসাম্যহীন ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।