ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামে ভেরসা নদীতে এই ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, নিহত আব্দুস সালাম একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান তিনি। এসময় প্রচণ্ড শব্দে তার শরীরে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তাঁর মাথাসহ পুরো শরীর বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা। ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।