ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্নচরে “বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল ও স্বল্পজীবনকালীন আমন ধানের জাত সমূহের পরিচিতি আধুনিক চাষাবাদ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভূঁইয়ার হাটে বিনা উপকেন্দ্র হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। পিএও এবং প্রকল্প পরিচালক ড. সাকিনা খানমের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক মুহাম্মদ খায়রুজ্জামান, বিএডিসি সুবর্নচর প্রকল্প পরিচালক আজিম উদ্দিন, বিনা উপকেন্দ্রের ইনচার্জ আব্দুর রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।