All Menu

ঝিনাইদহে দেড় লাখ গাছের চারা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ১১টি শাখার মাধ্যমে সদস্যদের মাঝে দেড় লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ও পোড়াহাটি ইউনিয়নের ভগবাননগর কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এক যোগে গাছের চারা বিতরণের উদ্বোধন করেন ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান। উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার এস এম গফুর উদ্দিন, পাগলাকানাই শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক, পোড়াহাটি শাখা ব্যবস্থাপক এহছানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঝিনাইদহ সদর শাখা, মহারাজপুর, পদ্মাকর, হলিধানী, ঘোড়শাল, মধুহাটী, হরিণাকুন্ডু উপজেলার কাপাশিটিয়া কালীগঞ্জ উপজেলার কোলা বাজার ও নিয়ামতপুর শাখার সদস্যদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য: ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের জোনাল এরিয়ায় এক সপ্তাহে ৯ লক্ষ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top