All Menu

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুন) ভোলাহাট সদর ইউনিয়নে ২ হাজার ৭১৭ জন দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সভাপতিত্ব করেন। চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজয় কর্মকার, ইউপি সচিব মোঃ রবিউল ইসলামসহ ইউনিয়ন পরিষদ সদস্যগণ। উল্লেখ্য গোহালবাড়ী ২ হাজার ৬৫০, দলদলী ২ হাজার ৮১৬ ও জামবাড়ীয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪ জনের মাঝে চাল বিতরণ বরাদ্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top