আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সোমবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জেলা কাব কার্নিভাল। চাঁপাইনবাবগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারে এ আয়োজনে জেলার ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক কাব স্কাউট সদস্য ও শিক্ষকরা অংশ নেন। সকালে স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় হওয়া কাব কার্নিভালে দিনভর শিক্ষার্থীরা স্কাউটসের মৌলিক দীক্ষা গ্রহণের পাশাপাশি নানা রকম খেলাধুলায় অংশ গ্রহণ করে। কাব কার্নিভালে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী উপজেলা শিক্ষা পরিমল কুমার কুন্ডু, জেলা স্কাউটসের সহ-সভাপতি মোসফিকুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদসহ অন্যান্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।