All Menu

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু

প্রতিকি চিত্র।

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ও দিবর ইউনিয়নে তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আঃ সামাদ ইসলামের ছেলে খাদেমুল ইসলাম খাদেম (৪৫) ও একই এলাকার হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন(৩৫) এবং দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের ছয়ফুদ্দীন মণ্ডলের ছেলে মাসুদ রানা (১৯)। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ‌‌‌ দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top