প্রকাশ : জুন ১৮, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ও দিবর ইউনিয়নে তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আঃ সামাদ ইসলামের ছেলে খাদেমুল ইসলাম খাদেম (৪৫) ও একই এলাকার হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন(৩৫) এবং দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের ছয়ফুদ্দীন মণ্ডলের ছেলে মাসুদ রানা (১৯)। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৮, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।