আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা শহরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজেদুল হক, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যরা। সাংবাদিক আব্দুর রব নাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মীরা অংশ নেয়। বক্তারা, এ-ঘটনার মূল হোতাসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। রবিবারের মধ্যে মূল পরিকল্পনাকারী জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু গ্রেফতার না হলে আগামী সোমবার জেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। সমাবেশে বক্তারা বলেন, গোলাম রাব্বানী নাদিমের হত্যা দেশে স্বাধীন সাংবাদিকতার উপর আরেকটি আঘাত। অবিলম্বে নাদিম হত্যার মুল-হোতা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুসহ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু বিচার ও নিহত সাংবাদিক নাদিম পরিবারের পুনর্বাসনের দাবিও জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম জামালপুরের বকশি-গঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাম রাব্বানী নাদিম জামালপুরের একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।