All Menu

চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (১৮ জুন) চাঁপাইনবাবগঞ্জে মোট ২ লাখ ৫ হাজার ১৫৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ৫ উপজেলায় ১১৬৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৫৭১ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৮০ হাজার ৫৮৬ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন জানান, নিয়মিত কেন্দ্রের বাইরেও পাঁচ উপজেলায় প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে৷ জেলা জুড়ে দিনব্যাপী থাকা ১১৬৫টি কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৩৪৮৩ জন স্বেচ্ছাসেবক। তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামরা এ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করতে মুসল্লিদের মাঝে প্রচারণা চালাবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করবে। এমনকি বাদ পড়াদের বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top