All Menu

নদীতে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দল দুপর ১২টার দিকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। মৃত শিশু ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ইয়াসিনসহ তার আরও দুই বন্ধু মিলে মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার বাধন ও মুন্না পানির ১০ থেকে ১২ ফিট গভীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মৃত ইয়াসিন আলীর মা তাসলিমা বেগম বলেন, সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়। পরে সাড়ে ১১টার দিকে খবর পায়, পানিতে ডুবে মারা গেছে। ইয়াসিন সাঁতার জানতো না এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করতো বলে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করে। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top