All Menu

নওগাঁর পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে (৭-১৩ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ পালনের প্রতিপাদ্য তুলে ধরেন ডাঃ সাদিয়া ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সা: সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সা: সম্পাদক রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি), পলাশ চন্দ্র দেব। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, সূধীজন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top