All Menu

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে প্রতিপাদ্য ও ‘‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” শ্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও স্লোগান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ। সোমবার (০৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রঙিন বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পৌর মেয়র জাকিয়া খাতুন, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, পঞ্চগড় জেলা শাখা ও ভূমিজের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্লাস্টিক দূষণ রোধে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হচ্ছে। ২০৩০ সাল নাগাদ দেশের বৃক্ষাচ্ছাদন মোট ভ‚মির ২২ দশমিক ৩৭ শতাংশ থেকে ২৫ শতাংশে এবং বনভূমির পরিমাণ ১৪ দশমিক ১ শতাংশ থেকে ১৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ হয়েছে। এ লক্ষ্যে সরকার বনায়ন ও বন সংরক্ষণ, অরক্ষিত বন পুনরুদ্ধার এবং টেকসই বন ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে বিনামূল্যে চটের ব্যাগ বিতরণের উদ্যোগ গ্রহণ করবেন বলে সভায় ঘোষণা দেন। সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল হক, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন বক্তব্য দেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া মুকুল, পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন বক্তব্য দেন । সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্যসহ বায়ু, মাটি, পানি ও পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব,পরিবেশ আইন, বিধিমালা তুলে ধরে বক্তব্য দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top