আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ-রশুলপুর মোড়ে দুর্ঘটনায় রাহাদ আলী (০৫) নামে এক শিশু ভুটভুটি যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার রশুলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারি-পট্টি গ্রামের রুহুল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শীও পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে শিশু রাহাদ তার মায়ের সাথে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। শিশু রাহাদ তার মায়ের সাথে ভুটভুটি যোগে রশুলপুর থেকে শিবগঞ্জ বাজার বাড়ি যাবার পথে কিছুদূর গেলেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু রাহাদ ভুটভুটি থেকে পড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং শিশু রাহাদের মা রুমি বেগমের এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত রুমি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, সড়ক দুর্ঘটনায় একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।