All Menu

সম্পত্তি আত্মসাতের অভিযোগে সন্তানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনীতে সন্তানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা সেলিনা আক্তার। রবিবার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি জানান, স্বামীর মৃত্যুর পর সন্তান ফখরুল ইসলাম জাল-জালিয়াতি করে পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, মারধর ও প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। তিনি পারিবারিক সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্ত সন্তানের বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সেলিনা আক্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top