All Menu

ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তা পার হতে গিয়ে ভেকুবাহী (এক্সেভেটর) ট্রাক চাপায় মোস্তফা কামাল (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর নিহত হয়েছে। নিহত মোস্তফা কামাল উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসীকান্দা এলাকার ছমির উদ্দিন শেখের ছেলে। সোমবার (২৯ মে) সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই চন্দন কুমার পাল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাউসীকান্দা এলাকার বাড়ি থেকে অটো-যোগে প্রতিদিনের মতো পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন মোস্তফা। পরে ঘটনাস্থলে দাঁড়িয়ে অটোরিকশা থেকে নেমে চালককে ভাড়া দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ভেকুবাহী (এক্সেভেটর) ট্রাক সজোরে তাকে আঘাত করে। এসময় মাথার অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক-চালক মোস্তফার মৃত্যুর বিষয়টি বুঝতে ঘটনার অদূরে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ঘাতক ট্রাকটি জব্দ করে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক-চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top