All Menu

পত্নীতলায় জাতির পিতা’র জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উদযাপন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূতি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার উপজেলা হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রল্লাদ কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির, শ্রী পীযূষ চন্দ্র দাস, আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা গণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top