আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দ্দৌলা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ২৩ মে) সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ ফকির পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. রওশন আলীর নেতৃত্বে সদর মডেল থানার একদল চৌকস পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় সম্মান জানানোর পর জানাজার নামাজ শেষে ফকির পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এসময় জানাজার নামাজে অংশ নেন , মরহুমের সহযোদ্ধা বন্ধু জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মু.জিয়াউর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি কামাল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা চেম্বার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন, মরহুমের বড়ভাই সাবেক কৃতি ফুটবলার আজিজুর রহমান চৌধুরী, মরহুমের সন্তান তানিম চৌধুরীসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।