ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগের দুই হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে “বীর বিক্রম” শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশনের সভাপতি সানজী গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক তার সেনবাগের শায়েস্তানগর গ্রামস্থ নিজ বাড়িতে ওই উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি, দুধ ও তেল। বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সেক্রেটারি ফিরোজ আলম খোকন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন মানিক, ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর আলম শুভ, ডাক্তার আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ওসমান গনি, মাষ্টার জাকের হোসেন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।