ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় ১১’শ জন গরীব- অসহায় ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দাখিল মাদ্রাসা মাঠে রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মি আক্তার মনির পক্ষে এই ঈদ সামগ্রী বিতরণ করেন ময়দানদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস ওয়াহিদ লাবণ্য। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের অসহায়, গরিব মানুষের পাশে দাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সহধর্মিণী শাম্মি আক্তার মনি ১১’শ জন মানুষের পাশে দাড়িয়ে এই ঈদ উপহার বিতরণ করে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা। জেলা ছাত্র লীগের সহ সভাপতি আব্দুর রহিম রিপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ময়দানদিঘী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।