All Menu

মঙ্গলবারের বাতিলকৃত সোনার বাংলা এক্সপ্রেস ১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা থেকে যাত্রা শুরু করবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা ৬:৩৫-এ কুমিল্লার হাসানপুর স্টেশনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ট্রেনটির সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সোমবার ১৭ এপ্রিল ঢাকা হতে চট্টগ্রামগামী ৭৮৮-সোনার বাংলা এক্সপ্রেস- ট্রেনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনটির নতুন রেক প্রস্তুত করে মঙ্গলবারের বাতিলকৃত ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা স্টেশন হতে যাত্রা শুরু করবে। প্রেক্ষিতে যে সকল সম্মানিত যাত্রীগণ ১৯ এপ্রিল পরিবর্তিত তারিখে যাত্রা করতে আগ্রহী তাদেরকে সকাল ৮টার পূর্বে ঢাকা স্টেশনে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হলো। অপরদিকে যে সকল যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন। ঈদে ঘরমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সম্মানিত যাত্রীদের অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top