All Menu

পথচারীদের ইফতার বিতরণ করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার মডেল থানা পুলিশের উদ্যোগে পথচারী অসহায় লোকজনদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে শহরের এসআর প্লাজা‘র সামনে থেকে শুরু করে বিভিন্ন মোড়ে দিনমজুর, রিকসা শ্রমিক, পথচারীসহ অসহায় লোকজনদের মধ্যে ইফতার বিতরণ করেন, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, পুলিশ পরিদর্শক (নি:) (অপারেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোঃ আবুল কালাম, এসআই রতন কুমার হাওলাদার, এসআই মাহাবুবুল আলমসহ মডেল থানার পুলিশ সদস্যরা। পুলিশ সূত্র জানায়, পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। কার্যক্রমের ধারাবাহিকতায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তাৎক্ষণিক পথচারী সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণে এই কার্যক্রমকে সাধুবাদ জানান সচেতন জনগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top