মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার শহরে কাউসার মিয়া (০৬) নামে এক হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন। রবিবার রাত সাড়ে ১০টার সময় মৌলভীবাজার শহরের পশ্চিম-বাজার বাটার মোড় এলাকায় শিশু কাউসার মিয়াকে একা রাস্তায় ঘোরাফেরা করতে দেখে একজন সিএনজি চালক শিশুটিকে থানায় নিয়ে আসেন। নারী শিশুর বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু শিশুটি নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার ‘বিট পুলিশ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। পরে এই ফেসবুক পোস্টের মাধ্যমে শিশুটির পিতা মনির মিয়া মৌলভীবাজার সদর থানায় যোগাযোগ করেন। শিশু কাউসার-কে সিলেট জেলার বালাগঞ্জ থানা কাজীপুর গ্রামের নিবাসী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।