All Menu

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে শক্তি ফাউন্ডেশন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে বৃক্ষরোপণ করেছে শক্তি ফাউন্ডেশন। সোমবার (০৩ই এপ্রিল) বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শক্তি ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডিভিশনালহেড) শেখ হাসানুজ্জামান, সহকারি পরিচালক এডমিন এ,বি,এম, আব্দুল্লাহ, রিজিওনাল হেড জহিরুল হক, এরিয়া সুপারভাইজার মোঃ তাহাজুল ইসলাম, ম্যানেজার এডমিন মোঃ আমজাদ হোসেনসহ শাখার কর্মকর্তাগন। ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০টি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে, অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top