All Menu

অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজের পাশ থেকে বাদশা মিয়া (২৮) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজের পাশে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত বাদশা মিয়া (২৮) হালুয়াঘাট উপজেলার পশ্চিম বালিচান্দা গ্রামের মোঃ মোস্তফার ছেলে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতে তাকে গলা কেটে হত্যা করে অটো নিয়ে যেতে পারে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে নিহত যুবক অটো চালক বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কিভাবে ও কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো সে বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top