ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। প্রতিমন্ত্রী ইন্দিরা বুধবার এক শোকবার্তায় ছয়দফা, ৬৯ এর গণ অভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধে নূরে আলম সিদ্দিকীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি ও দেশের রাজনীতিতে তার অবদান জাতি কৃতজ্ঞতারা সাথে স্মরণ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।