All Menu

ভোলাহাটে ট্রাক উল্টে ৫ জন আহত

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলাহাটের ময়ামারী মোড় হয়ে ফলিমারী রাস্তার কামার গাঁ নামক স্থানে বরই ও পিয়ারা ভর্তি ট্রাক পুকুরে পড়ে উল্টে যায়। এ সময় আহত হন ৫জন।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ২৪ মার্চ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেট্রো-ড ১২:২৭৩৩ নম্বরে এ ট্রাকটি কানসাট থেকে ছেড়ে এসে মান্নুমোড়, ফতেপুর বরই ও পিয়ারা ভর্তি করে ময়ামারী মোড়ে আসার পথে কামার গাঁ নামক স্থানে নতুন তোলা মাটিতে চাকা বসে সম্পন্ন ট্রাক উল্টে যায়। ট্রাকে থাকা উপজেলার দূর্গাপুর গ্রামের উনু আলীর ছেলে সাকিল, ইসলামের ছেলে সুজন,আবুল কালেমের ছেলে আলম, হোসেনের ছেলে রহিম, শিবগঞ্জ উপজেলার কানসাট(মিলকিমোড়) শরিফের ছেলে শিউলি আহত হলে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক মোঃ আশাদ জানান, মোট ৫জন চিকিৎসার জন্য আসলে ৩জন প্রাথমিক চিকিৎসা নেন। অপর ২জনকে এক্সেরে করার পর অবস্থা বিবেচনা করে ভর্তি বা ছেড়ে দেয়া হবে। অনেকেই বলছেন, ট্রাকটি একজন হেলপার চালিয়ে আসার জন্য দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top