All Menu

মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার প্রদান

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় দেবীনগর শহিজান হাজিফিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, জুব্বা ও টুপি উপহার দেওয়া হয়। শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের হাতে এসব ধর্মীয় উপহার সামগ্রী তুলে দেন পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। পরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌর ছাত্রলীগের ১নং ওয়ার্ডের প্রয়াত সভাপতি রোশদুল ইসলামের অসমাপ্ত ইচ্ছে পূরণে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top