All Menu

মৌলভীবাজারে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

ইসমাইল হোসেন।

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত “সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, রেজি নং- বি-১৮৭০‘ এর কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজার সড়ক ও জনপথ এর কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেনকে সভাপতি এবং কার্যসহকারী মোঃ আব্দুর রহিম মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৬ মার্চ বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউছুফ নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শামীম মিঞা এ কমিটির অনুমোদন করেন। কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমানত খাঁন চৌধুরী, সহ-সভাপতি- শ্রীবাস চন্দ্র দত্ত, সহ-সভাপতি মোঃ মাসুক আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিত দেব, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মছকিন উল্লাহ, অর্থ সম্পাদক মোঃ সোনা মিয়া, প্রচার সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস ছাত্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্মল রবি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ কাজল মিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ আমীর আলী, মোঃ খোকন মিয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ টুনু মিয়া ও মোঃ আনোয়ারুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top