All Menu

সাব্বির করিম ফাউন্ডেশন এর উদ্যোগে ক্যামডেন মেয়রকে সংবর্ধনা এবং চিকিৎসা সেবা প্রদান

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে সাব্বির করিম ফাউন্ডেশন এর উদ্যোগে ক্যামডেন মেয়র নাসিম আলী ওবিই ও তার সহধর্মীনী লিনা চৌধুরী-কে সংবর্ধনা প্রদান এবং ছালিমুন নেছা ফ্রি প্রাইমারী হেলথ ট্রাস্ট উদ্বোধন ও গরীব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিশিষ্ট সমাজসেবক, ব্রিটিশ এয়ারওয়েজ কেবিন ক্রু সাব্বির করিম এর সভাপতিত্বে ও এমবি নিউজ ৭১ ডটকম এর সম্পাদক গিয়াস আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যামডেন মেয়র নাসিম আলী ওবিই ও তার সহধর্মীনী লিনা চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান ও মৌলভীবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী আব্দুল কাইয়ুম তালুকদার, ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মনিরুল ইসলাম ইমন, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ জরিফ মিয়া প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাব্বির করিম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ব্রিটিশ এয়ারওয়েজ কেবিন ক্রু আব্দুল মোসাব্বির সাব্বির করিমসহ অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সম্মাননা স্বারক তুলে দেন। অতিথিবৃন্দরা সাব্বির করিম ফাউন্ডেশনের মহতী এই কাজের ভূয়সী প্রশংসা করেন। ব্রিটিশ এয়ারওয়েজ কেবিন ক্রু সাব্বির করিম জানান, ছালিমুন নেছা ফ্রি প্রাইমারী হেলথ ট্রাস্ট উদ্বোধন এর মাধ্যমে দিয়ে এলাকার অনেক লোকের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হবে। বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আরো বড় আকারে গড়ে তুলার কাজ চলমান। ৬নং একাটুনা ইউনিয়নে খেলাধুলা ও বিনোদনের জন্য একটি স্টেডিয়াম করা হবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সাব্বির করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুদের নিয়ে গঠিত ঢাকায় গাজীপুর শ্রীপুর ভিলেজে একমাত্র বাংলাদেশী ট্রাস্টি হিসেবে আছেন। গরীব ও অসহায় লোকজনদের ঘর-বাড়ী, নগদ টাকাসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। যুক্তরাজ্য গ্রেন্ডফেল টাওয়ারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ লোকজনদের পাশে খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছিলেন। সর্বশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top