All Menu

নওগাঁর পত্নীতলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে স্টক হোল্ডারদের ইনভেন্টেড স্টোবলিস পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি এফ জি) এর আলোচনা সভা জেলা পরিষদ ডাক বাংলো নজিপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দি হাঙ্গার প্রজেক্ট এর নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দীনের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, নওগাঁ জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, ফাতেমা জিন্নাহ ঝরনা, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) অর্পণ কুমার মাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, বাংলাদেশ জাতীয় পাটি পত্নীতলা উপজেলা শাখার সাঃসম্পাদক অজগর আলী, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অশ্বিনী কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল ইসলাম দুলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পত্নীতলা উপজেলার সভাপতি রমেন চন্দ্র বর্মন, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রমজান আলী, পত্নীতলা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজনুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র তির্কী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার অফিস সহকারী রেজাউল করিম, মিলন চন্দ্র মন্ডল, সাংবাদিক দিলিপ চৌহান, পরেশ টুডু, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি এফ জি) এর সদস্যবৃন্দ, সূধীজন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top