All Menu

সোনামসজিদ স্থলবন্দরে পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দল

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের ২৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোনামসজিদ স্থলবন্দরে পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছান তাঁরা। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এভিএম মোহাম্মদ কামরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপ-সচিব দেবেন্দ্র নাথ উরাঁও, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী, সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিওও শেখ সালাউদ্দিন, জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আলিমুজ্জামান বকুল ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা। শেষে স্থলবন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top