ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলার ২০ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটিভ গ্রুপ ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাকিল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়াছিনসহ অনেকে বক্তব্য রাখেন। পরে অতিথিরা দুঃস্থ অসহায় প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, খেজুর, দুধ, চিনিসহ বিভিন্ন ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।